মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেন কঠিন শীতকাল পার করতে যাচ্ছে। এ সময় ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে তা না হলে দেশটি নিজের স্বাধীনতা হারাতে পারে। ন্যাটো মহাসচিব বলেন, “যদি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়া যুদ্ধ বন্ধ করে তাহলে আমরা শান্তি পাবে। কিন্তু ইউক্রেন যদি যুদ্ধ বন্ধ করে তাহলে তারা স্বাধীন জাতির মর্যাদা হারাবে।” জার্মানির রামস্টেইন সামরিক ঘাঁটিতে এক বৈঠকের অবকাশে বার্তা সংস্থা এপি-কে একথা বলেন তিনি। রাশিয়া-ইউক্রেন চলমান সংঘাত কত দিন অব্যাহত থাকবে সে ব্যাপারে সময়সীমা উল্লেখ করতে অস্বীকৃতি জানান ন্যাটো মহাসচিব তবে আলোচনার কোনো এক পর্যায়ে এই সংঘাত বন্ধ হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তবে এখনো পর্যন্ত রাশিয়া ইউক্রেনে তার লক্ষ্য অর্জনের বিষয়ে ক্ষান্ত দেয়ার কোন ইঙ্গিত দেয়নি। ইয়েন্স স্টলটেনবার্গ দাবি করেন, “রাশিয়ার আসল লক্ষ্য হচ্ছে ইউক্রেনের নিয়ন্ত্রণ হাতে নেয়া, সে ক্ষেত্রে অন্তত আগামী শীতকালের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।” ন্যাটো মহাসচিব আরো বলেন, চলমান সংঘাতে ইউক্রেনকে অবশ্যই সব ধরনের সমর্থন এবং সহযোগিতা দেয়া অব্যাহত রাখতে হবে, এমনকি আসন্ন শীতে প্রয়োজনীয় ইউনিফর্ম, জেনারেটর, তাঁবু এবং অন্যান্য জিনিসপত্র ইউক্রেনের সেনাদেরকে দিতে হবে। এপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন