চলতি বছরের জুলাইতে আলবেনিয়ার সরকারি ওয়েবসাইটগুলো হ্যাকারদের কবলে পড়ে। দীর্ঘ তদন্তের পরে আলবেনিয়া কর্তৃপক্ষ এ ঘটনার জন্য ইরানকে দায়ী করে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আলবেনিয়ার পক্ষ নিয়ে ইরানের গোয়েন্দা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, জুলাই মাসে আলবেনিয়ার সরকারি ওয়েবসাইটগুলোতে সাইবার হামলা চালানো হয়। এতে দেশটির সরকার নাগরিকদের সেবা দিতে পারেনি। এ ঘটনায় ইরান জড়িত বলে দাবি করেছে আলবেনিয়া ও যুক্তরাষ্ট্র। তবে, সাইবার হামলার সাথে জড়িত থাকার বিষয়টি জোরালো ভাবে নাকচ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট কর্মকর্তা ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেছেন, আলবেনিয়ার ওয়েবসাইটে আক্রমণ চালানো শান্তিকামী রাষ্ট্রীয় আচরণের মধ্যে পড়ে না। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন