শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ধীরে ধীরে সরে যাবে রানির ছবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের মানুষের জীবনে বেশকিছু পরিবর্তন আসতে চলেছে। জাতীয় সংগীতে তো বটেই, পরিবর্তন করতে হবে মুদ্রা, স্ট্যাম্প, পোস্টবক্স ও পাসপোর্টেও। দশকের পর দশক ধরে যুক্তরাজ্যের কাগুজে ও ধাতব মুদ্রায় চিত্রিত হয়ে আসছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ ৭০ বছর তিনি ব্রিটেন শাসন করেছেন। ফলে এ দীর্ঘ সময় তার ছবির ছাপ দিয়ে চলেছে মুদ্রা। তবে কেবল যুক্তরাজ্যেই নয়, আরো কিছু দেশের মুদ্রায়ও ছিল রানির আসন। মূলত যেসব দেশ একসময় ব্রিটিশ রাজত্বের অধীনে ছিল, সেগুলোর কোথাও কোথাও রানির প্রতি সম্মান দেখিয়ে তার ছবির স্থান হয়েছিল মুদ্রায়। এপির প্রতিবেদন অনুসারে, রানির মৃত্যুর পর, এখন প্রশ্ন উঠেছে-রানির ছবি চিত্রিত মুদ্রাগুলোর কী হবে? প্রচলিত মুদ্রা থেকে রানির ছবি সরাতে বেশ কিছুদিন সময় লাগবে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও অন্যান্য বেশ কয়েকটি দেশের। গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এ মুহূর্তে ব্রিটেনের বাজারে সচল ৪৫০ কোটি ব্যাংক নোট, যার আর্থিক মূল্য ৮ হাজার কোটি পাউন্ড। এ বিপুল পরিমাণ নোট বাজার থেকে সরিয়ে নতুন শাসক অর্থাৎ রাজা তৃতীয় চার্লসের ছবিযুক্ত নোট চালু করতে আরো অন্তত দুই বছর সময় লাগবে। কারণ সবশেষ ৫০ পাউন্ডের একটি নোট চালুর পর বাজারে আগের নোটের সঙ্গে তা সমন্বয় করতে প্রায় ১৬ মাস নিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। ১৯৫২ সালে রানির মুকুট পরেন দ্বিতীয় এলিজাবেথ। অবশ্য সে বছরই নোট ও ধাতব মুদ্রায় তার ছবি ছাপা হয়নি। ১৯৬০ সাল নাগাদ মুদ্রায় তার দেখা মেলে। রানির মৃত্যুর সঙ্গে সঙ্গেই মুদ্রা থেকে তার ছবি সরিয়ে নেয়া হবে না। সবার আগে এখন নতুন রাজা চার্লসের একটি পোর্ট্রেট ছবি নির্বাচন করবে বাকিংহাম প্যালেস। যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের ছবিযুক্ত ব্যাংক নোটগুলো বাজারে যথানিয়মে চালু থাকবে। এপি, গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন