বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিষেধাজ্ঞার হুমকি মার্কিন অর্থ মন্ত্রণালয়ের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে, জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে গঠিত জোটের নির্ধারিত দামের চেয়ে রাশিয়ার কাছ থেকে বেশি মূল্যে তেল কিনলে সেই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, সমুদ্রে রাশিয়ান ভাসমান জাহাজ থেকে বিভিন্ন দেশ কেনার সুযোগ দেবে কিন্তু তা কিনতে হবে নির্ধারিত মূল্যে। যে সমস্ত দেশ নির্ধারিত মূল্য কিংবা তার চেয়ে কম দামে তেল কিনবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। আইন অনুযায়ী, ইন্স্যুরেন্স এবং সেবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না। আমদানিকারক অথবা তেল পরিশোধনকারী যারা রাশিয়া থেকে তেল কিনতে চায় তাদেরকে নির্ধারিত দামের চেয়ে কমে তেল কিনতে হবে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে। ইরনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন