শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

লাথি মেরে রাস্তায় ফেলে দিলেন চালকের সহযোগী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাস্তায় দাঁড়িয়ে আছে সরকারি একটি বাস। দরজা খোলা। হঠাৎ দেখা গেল এক যাত্রীকে মারধর করতে করতে বাস থেকে নামাচ্ছেন চালকের সহযোগী। যাত্রী বাসে ওঠার চেষ্টা করতেই পরপর তার গালে চড় মারলেন তিনি। ঘটনার শেষ এখানেই নয়, তারপরই ওই যাত্রীর বুকে সজোরে একটা লাথি মারলেন তিনি। আর লাথির ঝটকায় বাসের সিঁড়ি থেকে রাস্তায় চিত হয়ে পড়লেন যাত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, চড়-থাপ্পড়ের পর বুকে লাথি মারেন চালকের সহযোগী। এতে ওই যাত্রী রাস্তায় চিত হয়ে পড়ে যান। যাত্রীকে লক্ষ্য করে চালকের সহযোগীকে কিছু বলতেও দেখা যায়। এরপর বাসটি ছেড়ে দেয়। বাসটি চলে যাওয়ার পরও রাস্তায় ওই অবস্থায় পড়ে ছিলেন যাত্রী। গত বৃহস্পতিবার ভারতের কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার পুত্তুর তালুকে এই ঘটনা ঘটেছে। বাসটি ছিল রাজ্য পরিবহন দফতরের। যাত্রীকে মারধরের ভিডিও নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর সরকারি বাসের ওই কর্মীকে বরখাস্ত করেছে কর্নাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (কেএসআরটিসি)। রাজ্য পরিবহন সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চালকের ওই সহযোগীর নাম সুখরাজ রাজ। যে যাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, সেই যাত্রী মদ্যপ অবস্থায় ছিলেন। যাত্রীর মারধরের অভিযোগে সুখরাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে আপাতত কাজে আসতে নিষেধ করা হয়েছে। কেএসআরটিসি বলেছে, যাত্রীর সঙ্গে কোনও কর্মী অন্যায় আচরণ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত যাত্রীর চিকিৎসার সব খরচ বহনের ঘোষণাও দিয়েছে সরকারি এই পরিবহন সংস্থা। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন