বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চার্লসকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করলো অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ১১:১৫ এএম

রাজা তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড।

রোববার (১১ সেপ্টেম্বর) দেশ দুটির রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নিউ জিল্যান্ডের ওয়েলিংটনে পার্লামেন্টে থেকে চার্লসকে রাজা হিসেবে ঘোষণার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন রাজা তৃতীয় চার্লসকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেন।

অস্ট্রেলিয়ায় ক্যানবেরাতে পার্লামেন্ট হাউজে চার্লসকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজত্বের প্রতিনিধি গভর্নর জেনারেল ডেভিড হার্লি চার্লসকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেন।

ব্রিটিশ রাজা ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডসহ ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান।

এর আগে শনিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকালে লন্ডনের সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলের সামনে প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস হিসেবে ঘোষণা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন