রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউরোপের অনেক দেশই রাশিয়ার বিরুদ্ধে যেতে চায় না: অস্ট্রিয়ার সাবেক মন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ৪:০২ পিএম

ইউক্রেনের পরিস্থিতির কারণে অস্ট্রিয়া রুশ-বিরোধী নিষেধাজ্ঞাগুলোকে সমর্থন করে চলেছে, তবে সমস্ত জাতি নিষেধাজ্ঞাগুলোতে অংশ নিতে চায় না, অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনিসল এ মন্তব্য করেছেন।

বার্তা সংস্থা তাসকে দেয়া একটি সাক্ষাতকারে কেনিসল বলেন, ‘এটা স্পষ্ট যে সবাই রাশিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞায় অংশ নিতে চায় না। যাইহোক, অস্ট্রিয়া এখনও পর্যন্ত সমস্ত বিধিনিষেধে যোগদান অব্যাহত রেখেছে।’

তিনি এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে, হাঙ্গেরির মতো বেশ কয়েকটি ইইউ ব্লকের সদস্য দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ষষ্ঠ প্যাকেজে নিজেদের জন্য ‘দর কষাকষি’ করে ছাড় দিয়েছে, যা জ্বালানি সরবরাহকে প্রভাবিত করে।

তার মতে, ইউরোপীয় ইউনিয়ন তাদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি অনুসারে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই ২০১৪ সালে অন্যান্য দেশের মতোই চীনের উপর নিষেধাজ্ঞা এবং অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে এক হাজারের বেশি শাস্তি দিয়েছিলাম। এই সমস্ত শাস্তি শুধু ইউরোপেই নয়, ইতিহাসে নজিরবিহীন।’ সূত্র: তাস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন