বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

১৮ লাখ বছর আগের মানুষের দাঁতের সন্ধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

জর্জিয়ার প্রত্নতত্ত্ববিদরা ১৮ লাখ বছরের পুরনো একটি দাঁতের সন্ধান পেয়েছেন। তারা বলছেন, এটি প্রথম দিকের মানুষের কোনো প্রজাতির। তাদের ধারণা আফ্রিকার বাইরে প্রথম ইউরোপে প্রাগৈতিহাসিক মানব বসতির দৃঢ় প্রমাণ দেয় এই অনুসন্ধান। জর্জিয়ার রাজধানী তিবলিসি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওরোজমানি গ্রামের কাছে সন্ধান মিলেছে এই দাঁতের। স্থানটি দিমানিশি অঞ্চলের কাছে। দিমানিশি অঞ্চলে এর আগে ১৯৯০এর দশকের শেষে এবং ২০০০ দশকের শুরুর দিকে সন্ধান মিলেছে ১৮ লাখ বছর আগের মানুষের কংকাল। আফ্রিকার বাইরে বিশ্বের অন্য যেকোনো স্থানের তুলনায় দিমানিসির ওই অনুসন্ধান ছিল সবচেয়ে পুরনো। এর ফলে বিজ্ঞানীদের মধ্যে প্রথম দিককার মানব বিবর্তন এবং অভিবাসনের প্যাটার্নে পরিবর্তন এনেছে। অনলাইন গালফ নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন