স্নাতক শেষে বিদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। বিশেষ করে যেসব শিক্ষার্থীর ডিগ্রির সঙ্গে কর্মক্ষেত্রের সুযোগ কম রয়েছে তারা বেশি সুবিধা পাবেন। এতে অস্ট্রেলিয়ায় কর্মসংস্থান খোঁজার ক্ষেত্রে শিক্ষার্থীরা আরো সময় পাবেন। পাশাপাশি পড়াশোনা করার সময় যে দক্ষতা অর্জন করেছেন সেগুলো ব্যবহার করতে পারবেন। এই নিয়মের পরিবর্তনের ফলে স্নাতক ডিগ্রিধারীরা অস্ট্রেলিয়ায় চার বছর, স্নাতকোত্তর ডিগ্রিধারীরা পাঁচ বছরের জন্য এবং পিএইচডিধারীরা ছয় বছর অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন। সুবিধাগুলো হলো : ১. নির্বাচিত স্নাতক ডিগ্রিগুলো ৪ বছরের অধ্যয়ন-পরবর্তী কাজের অনুমতিসহ বিদেশি শিক্ষার্থীদের অফার করবে। বর্তমান সীমা ২ বছর। ২. নির্বাচিত স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার পরে শিক্ষার্থীদের পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা প্রদান করবে। বর্তমান সীমা তিন বছর। ৩. নির্বাচিত পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা অস্ট্রেলিয়ায় ছয় বছর পর্যন্ত কাজ করতে পারবেন। বর্তমান সীমা চার বছর। লাইভমিন্ট, টাইমস অব ইন্ডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন