রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আধুনিক দাসত্বের কবলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বিশ্বের ৫ কোটি মানুষ বাধ্যতামূলক শ্রম বা বিবাহের শিকার। জাতিসংঘ সর্তক করে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এই সংখ্যা বাড়ছে। নতুন এক প্রতিবেদন অনুসারে, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ সকল ধরনের আধুনিক দাসত্ব নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এক কোটি মানুষ বাধ্যতামূলক শ্রম ও বিবাহের কাতারে যোগ দিয়েছে। জাতিসংঘের শ্রম ও অভিবাসন সংস্থার সঙ্গে ‘ওয়াক ফ্রি ফাউন্ডেশন’ এর এক গবেষণায় উঠে এসেছে, ২০২১ সালের শেষ নাগাদ ২ কোটি ৮০ লাখ মানুষ বাধ্যতামূলক শ্রমের শিকার, আর ২ কোটি ২০ লাখ মানুষ বাধ্যতামূলক বিবাহের মধ্যে বসবাস করছে। এর অর্থ-বিশ্বের ১৫০ জনের মধ্যে ১ জন আধুনিক দাসত্বের শিকার। গবেষণায় আরও বলা হয়েছে, বাধ্যতামূলক শ্রমের শিকার প্রতি ৫ জনের মধ্যে ১ জন শিশু। এই শিশুদের অর্ধেক আবার বাণিজ্যিক যৌন নিপীড়নের শিকার। অভিবাসীকর্মীরা অন্যদের তুলনায় তিনগুন বেশি বাধ্যতামূলক শ্রমের শিকার। আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রধান গাই রাইডার এক বিবৃতিতে বলেছেন, আধুনিক দাসত্বের অবস্থা উন্নতি হচ্ছে না, যা খুবই দুঃখজনক। কোনো কিছুই মৌলিক মানবাধিকার অপব্যবহারের ন্যায্যতা প্রতিপন্ন করতে পারে না। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন