শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ধর্মাচারের নামে কিশোরীকে ধর্ষণ স্বঘোষিত ধর্মগুরুর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

পুরোটাই ‘ধর্মীয় আচরণের অঙ্গ’! এমনই দাবি করে এক তরুণীকে বেশ কয়েক বছর ধরে ধর্ষণ করে আসছিলেন ভারতের এক স্বঘোষিত ধর্মগুরু। সুরেশ কুমার রবীন্দ্র নারায়ণ অবস্তি নামের প্রায় ষাটের দোরগোড়ায় পৌঁছানো সেই প্রতারককে রোববার মুম্বাই থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশকে নির্যাতিতার পরিবার জানিয়েছে, সুরেশের ‘দৈবশক্তির’ কথা তারা জানতে পারে এক পরিচিতের মাধ্যমে। মুম্বাইয়ের ভারসোভা পুলিশের কাছে এ ব্যাপারে মামলা করেন নির্যাতিতার পরিবার। এতে উল্লেখ করা হয়, নির্যাতন প্রথম যখন শুরু হয়, তখন নির্যাতিতা নাবালিকা। ২০১৯ সাল থেকে ধর্মীয় আচার পালনের নামে ওই তরুণীকে ধর্ষণ করে আসছিলেন সুরেশ। এমনকি তার আপত্তিকর বহু ছবিও তুলেছিলেন তিনি। ধর্ষণের পাশাপাশি সেসব ছবি ইন্টারনেটে প্রকাশ করার হুমকি দিয়েও যৌন নির্যাতন চালাতেন। সম্প্রতি এ অত্যাচারের কথা পরিবারকে খুলে বলেন ওই তরুণী। এর পরই পুলিশে অভিযোগ করে ওই তরুণীর পরিবার। পুলিশ জানিয়েছে, নিজেকে ধর্মগুরু বলে দাবি করা সুরেশে একজন পেশাদার প্রযুক্তিবিদ। রোববার তাকে ধর্ষণ এবং নাবালিকাকে যৌন নির্যাতনের পকসো আইনে গ্রেফতার করা হয়েছে। এনডিটিভি, এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন