ডেনমার্কে থাকতে চাওয়া রাজনৈতিক আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের শিগগিরই আফ্রিকার রুয়ান্ডায় পাঠাতে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে দেশ দুটি। রুয়ান্ডা সফরকালে ডেনমার্কের দুজন মন্ত্রী এই চুক্তিতে স্বাক্ষর করেন। ডেনমার্কের বার্তা সংস্থা রিটাজাউ বিষয়টি নিশ্চিত করেছে। ডেনমার্কের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন অভিবাসনবিষয়ক মন্ত্রী কারে ডিবভাদ বেক এবং সহায়তা বিষয়কমন্ত্রী ফ্লেমিং মোলার মরটেনসেন। রিটাজাউ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন