শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরবে না : আজাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কাশ্মীরের বিশেষ মর্যাদা আর ফিরবে না বলে মন্তব্য করেছেন অঞ্চলটির জ্যেষ্ঠ রাজনীতিক গোলাম নবী আজাদ। রবিবার উত্তর কাশ্মীরে এক জনসভায় সাবেক কংগ্রেস নেতা আজাদ বলেন, দুই বছর আগে বিজেপি সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরের যে স্বায়ত্তশাসন বাতিল করেছে, তা আর পুনর্বহাল হবে না। গোলাম নবী আজাদ সম্প্রতি নেতৃত্বের সমালোচনা করে ভারতের প্রাচীনতম দল জাতীয় কংগ্রেস ত্যাগ করেন। তিনি কংগ্রেসের ছত্রচ্ছায়া থেকে বের হয়ে নিজস্ব রাজনৈতিক দল গড়ে তোলার চেষ্টা করছেন। রবিবারই প্রথম নতুন পরিচয়ে কাশ্মীরে জনসভায় বক্তব্য দেন তিনি। এ সময় আঞ্চলিক দলগুলোর বিরুদ্ধে ‘মানুষকে বিভ্রান্ত করার’ অভিযোগ তোলেন আজাদ। কাশ্মীরের আঞ্চলিক দলগুলো অনেক দিন ধরেই ৩৭০ ধারা পুনর্বহালের ব্যাপারে আশাবাদ জানিয়ে আসছে স্থানীয় জনসাধারণের কাছে। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নেতারা ভবিষ্যতে তা করার কিছু আভাসও দিয়েছেন। তবে জম্মু ও কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, ‘গোলাম নবী আজাদ কাউকে বিভ্রান্ত করবে না। ভোটের জন্য আমি আপনাদের ভুল পথে পরিচালিত করব না এবং সুযোগ নেব না। দয়া করে এমন বিষয় সামনে আনবেন না যাতে সফলতা অর্জন করা সম্ভব নয়। ৩৭০ ধারা পুনরুদ্ধার করা সম্ভব নয়। এর জন্য আইনসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন পড়বে।’ ভারতের সংবিধানের ৩৭০ ধারার মাধ্যমে জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ স্বায়ত্তশাসন ও মর্যাদা দেওয়া হয়েছিল। দেশের বাকি অংশের সঙ্গে সমমর্যাদায় আনার যুক্তি দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার তা বাতিল করেছে। পাশাপাশি রাজ্যের মর্যাদা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত এলাকা ঘোষণা করেছে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন