শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে সংঘর্ষে ৯৯ সেনা নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১০:১৯ এএম

আর্মেনিয়া ও আজারবাইজানের সীমান্তে লড়াইয়ে মঙ্গলবার প্রায় ১০০ সৈন্য নিহত হয়েছে, এতে করে উভয় পক্ষের দীর্ঘকালের শত্রুতার জের শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আর্মেনিয়া বলেছে যে তাদের অন্তত ৪৯ সৈন্য নিহত হয়েছে; আজারবাইজান বলেছে যে তারা ৫০ জনকে হারিয়েছেন।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুসারে, আজারবাইজানি বাহিনী আর্মেনিয়ান ভূখণ্ডের অনেক অংশে একটি আর্টিলারি ব্যারেজ এবং ড্রোন হামলা চালালে কয়েক মিনিট পর মধ্যরাত থেকে লড়াই শুরু হয়। মন্ত্রণালয় বলেছে যে দিনের বেলা গোলাগুলি কম হচ্ছে, কিন্তু আজারবাইজানীয় সৈন্যরা আর্মেনিয়ান অঞ্চলে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে সোমবার শেষের দিকে এবং মঙ্গলবারের প্রথম দিকে আর্মেনিয়ার ‘বড় আকারের উস্কানি’র কারণে এই প্রতিক্রিয়া। এতে বলা হয়, মাইন পুঁতে এবং আজারবাইজানীয় সামরিক অবস্থানে গুলি চালাচ্ছে আর্মেনিয়ান সেনারা।

কয়েক দশকের পুরনো দুই দেশ নাগোর্নো-কারাবাখ নিয়ে দ্বন্দ্ব চলছে আসছে। যা ১৯৯৪ সালে আজারবাইজানের অংশ নিয়ে একটি বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ শেষ হওয়ার পর থেকে আর্মেনিয়া-সমর্থিত জাতিগত আর্মেনিয়ান বাহিনীর নিয়ন্ত্রণ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
নোমান ১৪ সেপ্টেম্বর, ২০২২, ২:০১ পিএম says : 0
একের পর একটা দেশে সমস্যা হচ্ছেই এভাবে চলতে থাকলে বিশ্বের পরিস্থিতি ভয়ঙ্কর হবে। বিশ্বের নেতারা এখনই এব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত
Total Reply(0)
নোমান ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১:৫৭ পিএম says : 0
ভবিষ্যতে বিশ্বের যে কি হবে একমাত্র আল্লাহই ভালো জানেন
Total Reply(0)
নোমান ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১:৫৯ পিএম says : 0
আল্লাহ তুমি এই বিশ্বের সবার সমস্যাগুলো সমাধান করে দেও।
Total Reply(0)
নোমান ১৪ সেপ্টেম্বর, ২০২২, ২:০১ পিএম says : 0
একের পর একটা দেশে সমস্যা হচ্ছেই এভাবে চলতে থাকলে বিশ্বের পরিস্থিতি ভয়ঙ্কর হবে। বিশ্বের নেতারা এখনই এব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন