শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

৭৭তম জাতিসংঘ সাধারণ পরিষদ উদ্বোধন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৭:১১ পিএম

৭৭তম জাতিসংঘ সাধারণ পরিষদ গতকাল (মঙ্গলবার) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে উদ্বোধন করা হয়েছে। কোভিড-১৯ মহামারী প্রাদুর্ভাবের পর জাতিসংঘ সাধারণ পরিষদ প্রথমবার সরাসরি সম্মেলন আয়োজন করলো।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে বলেছেন, বিশ্ব এখন বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সংঘর্ষ, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্যসহ বিভিন্ন সমস্যা মোকাবিলার জন্য আমাদের উচিত আরও একতাবদ্ধ হওয়া।

‘সাধারণ পরিষদের কাজ পরিচালনার জন্য সংহতি, টেকসই এবং বৈজ্ঞানিক দর্শনের মাধ্যমে সমাধান করার’ চেতনার জন্য ৭৭তম জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান করোসি কাসাবার প্রশংসা করেছেন জনাব মহাসচিব আন্তোনিও গুতেরেস।

করোসি বলেছেন, আমাদের উচিত যখন গুরুতর মতভেদ থাকা অবস্থায় একটি সেতু তৈরি করা। ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের মেয়াদ গত সোমবার শেষ হয়। এরপর জনাব করোসি ৭৭তম জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যানের শপথ নিয়েছেন। সূত্র: বিবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন