আর্মেনিয়া-আজারবাইজান সীমান্ত সংঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৭৬ জনে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অস্ত্রবিরতির ঘোষণা দেয় নিকোল পাশিনিয়ান সরকার। খবর দ্যা মস্কো টাইমসের।
আর্মেনিয়ার একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা জানান, দু’পক্ষের সমঝোতায় স্থানীয় সময় ৮টা নাগাদ কার্যকর হয়েছে এই অস্ত্রবিরতি। যাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। একইসাথে বিবদমান পক্ষগুলোকে টেকসই সম্পর্কোন্নয়নের জন্য সংলাপে বসার তাগিদ দিয়েছে। অবশ্য- আজারবাইজানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন ঘোষণা না আসায় রয়েছে চাপা উদ্বেগ।
গেলো দু’দিনের সংঘাতে ৭১ জন সেনাকে হারানোর কথা জানিয়েছে মুসলিম রাষ্ট্র আজারবাইজান। অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র বলেছে, তারা হারিয়েছে ১০৫ জন। ফলে অসন্তোষ ছড়িয়েছে আর্মেনিয়ায়। প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভ-প্রতিবাদে উত্তপ্ত দেশটির রাজধানী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন