ওয়াশিংটন ডিসিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়ির কাছে দুই বাস অভিবাসী এসে পৌঁছেছে। রিপাবলিকান শাসিত টেক্সাস অঙ্গরাজ্য থেকে এসব অভিবাসনপ্রত্যাশীদের পাঠানো হয়েছে।তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকানদের এমন কর্মকাণ্ডের নিন্দা করেছেন সমালোচকরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেন, কলম্বিয়া, কিউবা, গায়ানা, নিকারাগুয়া, পানামা ও ভেনেজুয়েলা থেকে ১০০ অভিবাসীকে হ্যারিসের বাসভবনের কাছে নামিয়ে দেওয়া হয়েছে। অ্যাবট বলেন, যতক্ষণ না প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট হ্যারিস সীমান্ত সুরক্ষার জন্য কাজ করবেন ততক্ষণ ওয়াশিংটন ডিসির মতো শহরগুলোতে অভিবাসীদের পাঠানো অব্যাহত রাখা হবে। সম্প্রতি মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন