শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

চীনে অট্টালিকায় ভয়াবহ আগুন, হতাহতের শঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

মধ্য চীনের চাংশা শহরের এক বিশাল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এতথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের সংখ্যা এখনো অজানা। তবে ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা এখন পর্যন্ত জানা যায়নি বলে খবরে বলা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সিসিটিভি জানিয়েছে, ওই ভবন থেকে কালো ধোঁয়া উড়ছে, এতে কয়েক ডজন ফ্লোর ভয়াবহভাবে পুড়ছে। পুলিশ প্রধান মার্টিন হেউইট এই ঘটনাকে ‘ভয়ঙ্কর খবর’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আগুন নেভাতে ও উদ্ধার অভিযান পরিচালনা করতে দমকলবাহিনী কাজ শুরু করেছেন। রিপোর্টে বলা হয়েছে, ওই ভবনে সরকারি এক টেলিকমিউনিকেশনের কোম্পানিও আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন