বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তাইওয়ানে অস্ত্র বিক্রয়কারী মার্কিন কোম্পানিগুলোর ওপর চীনা নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৭:২০ পিএম | আপডেট : ৭:৫৯ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২২

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রয়কারী একাধিক মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (শুক্রবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থ রক্ষার জন্য, চীনের সরকার রেথিয়ন টেকনোলজিসের চেয়ারম্যান ও সিইও হেইস এবং বোয়িং ডিফেন্সের প্রেসিডেন্ট ও সিইও ক্যালবার্টের ওপর, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সাথে জড়িত থাকার জন্য, নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ১১০.৬ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা ঘোষণা করে। এর প্রতিক্রিয়া চীন বলেছে, মার্কিন সিদ্ধান্ত তার সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থকে নষ্ট করেছে। চীন এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। সূত্র: সিআরআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন