যুক্তরাষ্ট্রের টেক্সাসে মধ্য আকাশে পাখির সঙ্গে ধাক্কায় বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ বিমান। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঘটনার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন প্রশাসন।
মার্কিন নৌবাহিনী জানায়, প্রশিক্ষণ শেষে অবতরণের ঠিক আগ মুহূর্তে বড় আকারের একটি পাখি এসে বিমানের ওপর পড়ে। জরুরি অবতরণ করার আগেই একটি আবাসিক বাড়ির ওপর বিধ্বস্ত হয় বিমানটি। তবে ভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি।
বিমান আছড়ে পড়ায় বাড়িটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনাটি কবে ঘটেছে সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন