শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কিরঘিজ-তাজিক সীমান্তে তীব্র লড়াই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কিরঘিজিস্তান ও তাজিকিস্তানের মধ্যে তীব্র লড়াইয়ে শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। উভয় দেশ যুদ্ধের জন্য একে অপরকে দায়ী করেছে। কিরঘিজিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার সকালে জানিয়েছে, তাজিকিস্তান সীমান্তের বাতকেন অঞ্চলের হাসপাতালগুলোতে ২৪টি লাশ হস্তান্তর করা হয়েছে। এছাড়া ৮৭ জন আহত হয়েছে। কয়েক দিন ধরেই দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। শুক্রবার উভয় দেশ ট্যাংক, আর্টিলারি ও রকেট লাঞ্চারও ব্যবহার করে। কিরঘিজিস্তানের জরুরি সহায়তা মন্ত্রণালয় জানিয়েছে, এক লাখ ৩৬ হাজার লোককে যুদ্ধ-কবলিত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে। ঠিক কী কারণে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়েছে, তা পরিষ্কার নয়। দুই দেশই রাশিয়ার ঘনিষ্ঠ। আবার তারা অতীতেও অনেকবার যুদ্ধে জড়িয়েছিল। শুক্রবার যুদ্ধবিরতির একটি উদ্যোগ গ্রহণ করা হলেও তা ফলপ্রসূ হয়নি। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন