মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি ঊর্ধ্বমুখী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি অপ্রত্যাশিতভাবে ঊর্ধ্বমুখী হয়েছে। মার্কিন নাগরিকরা জুলাইয়ের তুলনায় আগস্টে ব্যয় কিছুটা বাড়িয়েছিল। যদিও উচ্চমূল্যস্ফীতির কারণে খাবার ও গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রে ব্যয় নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি বাণিজ্য বিভাগ জানিয়েছে, আগস্টে দেশটির খুচরা বিক্রি আগের মাসের তুলনায় দশমিক ৩ শতাংশ বেড়েছে। যেখানে জুলাইয়ে এ বিক্রি দশমিক ৪ শতাংশ সংকুচিত হয়েছিল। তবে গ্যাস স্টেশনের বিক্রি এ হিসাবের বাইরে রয়েছে। গত মাসে এ বিক্রি আগের মাসের তুলনায় দশমিক ৮ শতাংশ বেড়েছে। মূলত যানবাহনের উচ্চ ব্যয় আগস্টের খুচরা বিক্রি বাড়াতে অবদান রেখেছে। গত মাসে মোটরগাড়ি ও যন্ত্রাংশ ডিলারদের বিক্রি ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। গাড়ি বিক্রির হিসাব বাদে দেশটির খুচরা বিক্রি দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন