উত্তর-পূর্ব ভারতের বিহার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আজ (মঙ্গলবার) জানায়, রাজ্যে গত ২৪ ঘন্টায় বজ্রপাতে ২১ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ছিলেন মাঠে কর্মরত কৃষক।
বিহারের মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারপিছু ৪ লাখ ভারতীয় রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লোকজনকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরামর্শ অনুসরণ করার এবং খারাপ আবহাওয়ায় যতটা সম্ভব বাইরে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভারতে প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল। এসময় বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে। বিহারে জুন ও জুলাই মাসে বজ্রপাতে কয়েক ডজন লোক মারা যায়।
চলতি বছরে বিহারে বজ্রপাতে ২১৬ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, চলতি বছরে দেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। যার জেরে বন্যা ও ভুমিধস হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন অনেকেই। সূত্র: টিওআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন