শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আউটডোর জাদুঘরে পরিণত হচ্ছে ৭ হাজার বছরের প্রাচীন পাহাড়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১১:০১ পিএম

ইরানের কোম প্রদেশে অবস্থিত ৭ হাজার বছরের পুরানো কোলি দারভিশ পাহাড়কে আউটডোর জাদুঘরে পরিণত করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। প্রাদেশিক পর্যটন প্রধান আলিরেজা আরজমান্দি একথা বলেছেন।

তিনি বলেন, প্রত্নতাত্ত্বিক পাহাড়টিকে একটি জাদুঘর সাইটে পরিণত করতে উপযুক্ত বাজেট বরাদ্দের প্রয়োজন। মঙ্গলবার বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়েছে।

আরজমান্দি আরও বলেন, আশা করা হচ্ছে, তহবিল সংগ্রহ করা হবে এবং পর্যায়ক্রমে বিনিয়োগ আকৃষ্ট করা হবে।

এখন পর্যন্ত কোলি দারভিশ পাহাড়ের জন্য একটি যথাযথ বাজেট বরাদ্দ করা হয়নি। এটিকে ফার্স প্রদেশের পার্সেপোলিসের মতো গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বলে তিনি উল্লেখ করেন।

লৌহ যুগ থেকে শুরু করে পাহাড়টি কোম শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। স্থানটিতে প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয় ২০০২ সালে। ধারণা করা হয়, কোলি দারভিশ ছয় থেকে সাত হাজার বছর আগের। পাহাড়টি ৫০ হেক্টরের মতো বিশাল জায়গা জুড়ে রয়েছে।

সূত্র: তেহরান টাইমস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন