শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

৩ বছরের শিশুর ছোড়া গুলিতে মায়ের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রে তিন বছরের একটি শিশু দুর্ঘটনাক্রমে তার মাকে গুলি করে হত্যা করেছে বলে আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার দক্ষিণ ক্যারোলিনায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় শেরিফের অফিসের একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে যে বাচ্চাটি একটি অনিরাপদ আগ্নেয়াস্ত্র নিয়ে খেলার সময় এই দুর্ঘটনা। নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেরিফের কার্যালয় জানিয়েছে ওই নারীর নাম কোরা লিন বুশ, যিনি স্পার্টানবার্গের বাসিন্দা। দুর্ঘটনার পর ৩৩ বছর বয়সী কোরাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয় তবে দুই ঘন্টা পরে তিনি মারা যান। শেরিফের অফিসের বিবৃতিতে আরও বলা হয়েছে, যদিও আমাদের তদন্ত চলোমান রয়েছে, তবে সমস্ত ইঙ্গিত হল এই ঘটনাটি একটি ছোট শিশুর দ্বারা একটি অনিরাপদ আগ্নেয়াস্ত্রের ছোড়া গুলিতে তার মা দুর্ঘটনাক্রমে গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে মারা যান। যদিও একটি ফরেনসিক ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, সিবিএস -অধিভুক্ত নিউজ১৯ জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত, যুক্তরাষ্ট্রে শিশুদের দ্বারা কমপক্ষে ১৯৪টি অনিচ্ছাকৃত গুলি চালানোর ঘটনা ঘটেছে, যার ফলে ৮২ জন মারা গেছে এবং ১২৩ জন আহত হয়েছে। সূত্র: এএফপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন