জাপানের মধ্যাঞ্চলে একটি টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টি ও ঝড় বয়ে গেছে, এতে লক্ষাধিক বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে ও অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। দেশটির বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে, ঝড়ের তাণ্ডবের সবেচেয়ে বেশি শিকার হয়েছে রাজধানী টোকিওর দক্ষিণপশ্চিমের শহর শিজুওকা। বৃহস্পতিবার বৃষ্টি শুরু হওয়ার পর থেকে শনিবার সকাল পর্যন্ত এখানে রেকর্ড ৪১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে। টাইফুন তালাসের কেন্দ্রস্থলে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে যা দমকা হওয়াসহ সর্বোচ্চ প্রায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছে বলে জানিয়েছে জেএমএ। কিয়োদো জানিয়েছে, ভূমিধসে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ডোবায় পড়ে যাওয়া একটি গাড়ি থেকে ২৯ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী চুবু ইলেকট্রিক পাওয়া গ্রিড কোম্পানি জানিয়েছে, প্রায় ১ লাখ ২০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে। ভূমিধসে দুটি বৈদ্যুতিক টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। “ভূমিধস ও অন্যান্য কারণে সৃষ্ট সমস্যা সমাধান করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছু সময় লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে,” নিজেদের টুইটার অ্যাকাউন্টে বলেছে কোম্পানিটি। বৃষ্টির কারণে শুক্রবার সন্ধ্যা থেকে বন্ধ থাকলেও বুলেট ট্রেন চলাচল ফের শুরু হয়েছে বলে সেন্ট্রাল জাপান রেলওয়ে জানিয়েছে। কিয়োডো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন