শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

১৭ কোটি ১০ লাখ পাউন্ডের পুরস্কার জিতলেন ব্রিটিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কমপক্ষে ১৭ কোটি ১০ লাখ পাউন্ডের ইউরোমিলিয়ন্স জ্যাকপট জয় করেছেন ব্রিটেনের এক ব্যক্তি। শুক্রবার ক্যামেলট নামের অপারেটর এ ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে জাতীয় এই লটারি ইউরোমিলিয়ন্স জয়ী টিকেটের নাম্বার হলো ১৪,১৫,২২,৩৫,৪৮। এর লাকি স্টার হলো ০৩,০৮। তবে বিজয়ীকে পরিষ্কারভাবে শনাক্ত না করা পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। কর্তৃপক্ষ যাচাই করে দেখছে এই টিকেটধারী কোনো ব্যক্তি নাকি কোনো সিন্ডিকেট। এ জন্য পুরস্কারের অর্থ পেতে হলে টিকেটধারীকে নিজের পরিচয় প্রকাশ করতে হবে। আসতে হবে প্রকাশ্যে। এতে বলা হয়, এবারের এই পুরস্কারের অর্থ রেকর্ড ইউরোমিলিয়ন্স থেকে প্রায় ২ কোটি ৪০ লাখ পাউন্ড কম। এর আগে জুলাইয়ে রেকর্ড ১৯ কোটি ৫০ লাখ পাউন্ডের লটারি অনুষ্ঠিত হয়। এটা ছিল বৃটেনের সর্বকালের জাতীয় লটারির সবচেয়ে বড় অংকের আয়োজন। এ বছর মে মাসে রেকর্ড পরিমাণ অর্থ জিতে নেন গ্লস্টারের জো এবং জেস থাওয়াইট। তারা জিতেছিলেন ১৮ কোটি ৪৩২ লাখ ৬২ হাজার ৮৯৯ পাউন্ড। এর মধ্য দিয়ে তারা পপ সঙ্গীতশিল্পী আদেলে এবং টম জোনসের চেয়ে বেশি সম্পদের মালিক হয়ে যান। আদেলের সম্পদের পরিমাণ ১৫ কোটি পাউন্ড এবং টম জোনসের সম্পদের পরিমাণ ১৮ কোটি পাউন্ড। এ তথ্য এ বছরের সানডে টাইমস রিচ লিস্টের। অনলাইন গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন