শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সরকারি খরচে সরকারি কর্মকর্তাদের ‘আদব কায়দা’ শেখানোর উদ্যোগ

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জর্জিয়ার রাজধানী তিবলিবিসির নগর সরকার সরকারি কর্মকর্তাদের আদব কায়দা শেখানো পরিকল্পনা গ্রহণ করেছেন। তিবলিসির মেয়র অফিস থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণায় বলা হয়, নগর সরকারের ৩৮ জন কর্মকর্তাকে আদব-কায়দা শিষ্টাচার শিক্ষা দেওয়া হবে। এ নিয়ে শহরজুড়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। সরকারি কর্মকর্তাদের আদব কায়দা প্রশিক্ষক নিয়োগের জন্য ইতোমধ্যেই টেন্ডারও আহ্বান করা হয়েছে। মেয়র অফিসের কর্মকর্তা নাটিয়া লাটারিয়া জর্জিয়ার রুস্তাভি টিভি চ্যানেলকে বলেছেন, কর্মচারীদের ওপর চালানো একটি জরিপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারি বিভিন্ন অনুষ্ঠানে পোশাক নির্বাচন এবং খাবার টেবিলের আদব-কায়দা কর্মকর্তাদের জন্য অত্যন্ত জরুরি। আর সে কারণেই এই উদ্যোগ। তবে এই খবর প্রচারের সাথে সাথে সমালোচনা ঝড় উঠেছে। নগর সরকারে বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্টের কাউন্সিলর ইরাকি নাদিরাদজে বলেন, এভাবে টাকা নষ্ট করার এই পাঁয়তারার পেছনে যারা রয়েছেন তাদের জবাবদিহি করতে হবে। এ উদ্যোগে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ফেসবুকে একজন লিখেছেন, ‘কর্মকর্তারা উন্মাদ হয়ে গেছেন। মানুষ না খেয়ে মারা যাচ্ছে আর তারা খাবার টেবিলের আদব কায়দা নিয়ে চিন্তিত।’ আরেকজন লিখেছেন, ‘যারা ভদ্রতা শেখেনি, তারা কিভাবে নগর সরকারের কর্মকর্তা হয়?’ দেখে শুনে তিবলিসির মেয়র ডাভিট নারমানিয়া এই বিতর্ক থেকে দূরে রাখছেন। তিনি তার কর্মকর্তাদের বলেছেন, ভবিষ্যতে প্রশিক্ষণ যেন আরো গুরুত্বপূর্ণ ইস্যুতে হয়। সূত্র: বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন