প্রশ্নের বিবরণ : গোসলের ফরজ কয়টি এবং কি কি? গোসলের পরও কি অযু করার দরকার আছে?
উত্তর : গোসলের ফরজ তিনটি। এক. গড়গড়াসহ কুলি করা। দুই. উত্তমরূপে নাক পরিস্কার করা বা নাকে পানি দেওয়া। তিন. একটি পশম পরিমাণ জায়গাও শুকনো না থাকে এমনভাবে সারা শরীর ধৌত করা। গোসলের পর অযু করার প্রয়োজন নেই। ফরজ গোসলের উত্তম পদ্ধতি হচ্ছে, শুরুতে অযু করে নেওয়া। এরপর সারা শরীর ধুয়ে গোসল করা। এরপর আর একই সময় আলাদা অযুর দরকার হয় না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন