মস্কোর রেড স্কয়ারে পপ কনসার্টের আয়োজন করে রাশিয়া। লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া, খেরসন বিজয় ঘোষণার পর করা হয়, জমকালো এই আয়োজন। খবর এপির।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মস্কোর বিখ্যাত রেড স্কয়ারে উদযাপন করা হয় উৎসবটি। পুতিন ছাড়াও অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন, সদ্য যুক্ত হওয়া ইউক্রেনীয় অঞ্চলগুলির প্রধানেরা। বিশাল ভিডিও স্ক্রিন ও বিলবোর্ডে লেখা ছিলো “দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া, খেরসন এখন রাশিয়া” এবং “চিরকাল একসাথে থাকাই জনগণের পছন্দ”।
পুতিনের দৃষ্টিতে এটি উদ্দীপনাপূর্ণ দেশাত্মবোধক কনসার্ট। এতে যোগ দেয় হাজার হাজার রুশ নাগরিক। ছিলো নানান চোখ ধাঁধানো নাচ গানের আয়োজন। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের অধিকৃত এলাকায় গণভোট আয়োজনের পর সংযুক্তির ঘোষণা দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন