ইনকিলাব ডেস্ক: গত নভেম্বর গোটা বিশ্বে চালু হয়েছিল একটি নতুন ট্রেন্ড ‘নো শেভ নভেম্বর’। নভেম্বর গিয়ে এখন ডিসেম্বর। ট্রেন্ড শেষ। কিন্তু দাড়ি নিয়ে কারুকার্যের শেষ নেই। যার মধ্যে নতুন সংযোজন মৌমাছির দাড়ি। মৌমাছিরা আদতে খুব একটা বিপজ্জনক নয়, তাদের ক্ষতি না করলে মানুষেরও ভয় পাওয়ার কোনও কারণ নেই তাদের নিয়ে। নিজের এই বক্তব্যের সমর্থনে মিশরের এক যুবক নিজের গালে বানিয়ে ফেলেছেন ‘মৌমাছির দাড়ি’। পেশায় ইঞ্জিনিয়ার ৩১ বছরের মহম্মদ হাগরাস থাকেন মিশরের মেনোউফিয়ার নীল ডেল্টা প্রদেশের শিবিন এল কম অঞ্চলে। সেখানেই নিজের বাড়িতে মৌমাছির চাষও করেন হারগাস। এই প্রাণীরা সাধারণত মানুষের কোনও ক্ষতি করে না। ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন