বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন কুয়েতের ক্রাউন প্রিন্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ১২:০৮ এএম

কুয়েতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পদত্যাগ করেছে। ক্রাউন প্রিন্স মিশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ’র কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ আহমেদ নাওয়াফ আল-সাবাহ। ক্রাউন প্রিন্স এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। খবরে জানানো হয়েছে, পদত্যাগপত্র গ্রহণ করে যতদিন নতুন সরকার দায়িত্ব না নেয়, ততদিন শেখ আহমেদ নাওয়াফ আল-সাবাহকে প্রধানমন্ত্রী হিসাবে কাজ করার নির্দেশ দিয়েছেন ক্রাউন প্রিন্স। গত জুলাই মাসে শেখ আহমেদকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেছিলেন যুবরাজ। ডয়চে ভেলে জানিয়েছে, গত বৃহস্পতিবার কুয়েতে নির্বাচন হয়। সেখানে বিরোধীরা আগের তুলনায় অনেক ভালো ফল করেছে। ভোটের ফলাফল থেকে স্পষ্ট, বর্তমান সরকারের পক্ষে পার্লামেন্টে আর্থিক সংস্কার কর্মসূচি অনুমোদন করানো সম্ভব হবে না। ভোট যাওয়ার আগে থেকেই তাদের সঙ্গে আইনসভার সম্পর্কে যথেষ্ট উত্তেজনা ছিল। সেই পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তাই প্রধানমন্ত্রী পদত্যাগের সিদ্ধান্ত নেন। কুয়েতে সরকার নিয়োগ করে রাজপরিবার। তবে পার্লামেন্টের সদস্যরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন এবং তারা এই অঞ্চলের অন্য দেশের তুলনায় অনেক বেশি স্বাধীনতা ভোগ করেন। আরব নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন