শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভাগ্য বদলে গেল মিশিগান বাসিন্দার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ১২:০৮ এএম

বাজার আনার জন্য স্ত্রীর মেসেজ পেয়ে মুদি দোকানে যান মিশিগানের এক বাসিন্দা। আর এতেই কপাল খুলে গিয়েছে তার। অফিস থেকে বাড়ি ফেরার পথেই তিনি একটি দোকানের সামনে থামেন। দোকান থেকে জিনিসপত্র কেনার পাশাপাশি তিনি একটি লটারিও কিনে ফেলেন। আর এতেই জীবন বদলে গেছে প্রেস্টন ম্যাকি নামের ওই ব্যক্তির। ওই লটারিতেই তিনি জিতেছেন এক লাখ ৯০ হাজার ডলার! ম্যাকি একটি ফ্যান্টাসি ফাইভ টিকিট কিনেন ওই দোকান থেকে। ওই টিকিটে ছিল সবগুলো উইনিং নাম্বার (০৫-১২-১৬-১৭-২৯)। ম্যাকি বলেন, আমার স্ত্রী যদি মেসেজ না দিতেন তাহলে সেদিন ওই দোকানে থামা হতো না। আমি সাধারণত ২ লাখ ডলারের কম হলে ফ্যান্টাসি ফাইভ টিকিট কিনি না। তবে সেদিন আমি দেখলাম আমার সামনেই এটি বিক্রি হচ্ছে, তাই কিনে নিয়েছিলাম। পরদিন আমি ভোরবেলা লটারির নাম্বারটি মিলাচ্ছিলাম। আর আমি আবিষ্কার করি যে, আমিই সেই জয়ী ব্যক্তি। এই অর্থ দিয়ে কি করবেন তা জানতে চাওয়া হলে ম্যাকি বলেন, তিনি কিছু অর্থ তার পরিবারকে দেবেন এবং নতুন কিছু বিনিয়োগ করবেন। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন