শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ১২:০৮ এএম

পশ্চিম তীরের রামাল্লা শহরের কাছে অভিযান চালানোর সময় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই দুই ফিলিস্তিনি রামাল্লার উত্তরে অবস্থিত জালাজোন শরণার্থী ক্যাম্পে একটি গাড়ির ভেতরে থাকা অবস্থায় নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহত ব্যক্তিরা হলেন ১৯ বছর বয়সী বাসেল কাসেম বাসবাউস এবং ২১ বছর বয়সী খালেদ ফাদি আনবার। এছাড়া ইসরাইলি বাহিনীর গুলিতে রাফাত হাবাশ নামে ১৯ বছর বয়সী আরও এক ফিলিস্তিনি আহত হয়েছে। দুই ফিলিস্তিনি নিহত হওয়ার পর পরই তাদের মরদেহ ইসরাইলি বাহিনী নিয়ে গেছে। অপরদিকে আহত খালেদ ফাদি আনবারকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ইসরাইলি বাহিনী বলছে, জালাজোন এলাকায় এক সন্দেহভাজনকে আটকের চেষ্টা করছিলেন তাদের সৈন্যরা। তারা সন্দেহ করছিলেন যে, তিন ব্যক্তি গাড়ি নিয়ে ইসরাইলি সেনাদের ওপর আক্রমণের পরিকল্পনা করছিলেন। সে কারণে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। পশ্চিম তীরে প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। বিশেষ করে জেনিন এবং নাবলুস শহর লক্ষ্য করেই বেশির ভাগ অভিযান চলছে। ইসরাইলের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে চলতি বছর দেশটির সেনাবাহিনীর অভিযানে ১৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সবশেষ গত শনিবার পূর্ব জেরুজালেমে একজন ১৮ বছর বয়সী তরুণকে গুলি করে হত্যা করা হয়। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন