শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

চলে গেলেন সাচিন লিটলফেদার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

যে নারী ১৯৭৩ সালে অভিনেতা মারলন ব্রান্ডোর হয়ে অস্কার প্রত্যাখ্যান করেছিলেন সেই আমেরিকান ইন্ডিয়ান সাচিন লিটলফেদার ৭৫ বছর বয়সে ব্রেস্ট ক্যান্সারে মারা গেছেন। অস্কারের নিরপেক্ষ ইতিহাস লেখা হলে সাচিন লিটলফেদারের নামটি বাদ পড়তেই পারেনা। তিনিই সেই মানুষ যে মারলন ব্রান্ডোর হয়ে অস্কার প্রত্যাখ্যান করেছিলেন ১৯৭৩ সালে। আমেরিকান আদি অধিবাসীদের প্রতি অ্যাকাডেমির অন্যায়, অবিচার এবং বৈষম্যে সংহতি প্রকাশ করে মারলন ব্রান্ডো সাচিনকে পাঠান তার প্রতিনিধিত্ব করার জন্য। বস্তুত ব্রান্ডোর লক্ষ্য ছিল তিনি ‘দ্য গডফাদার’ ফিল্মের অভিনয়ের জন্য অস্কার গ্রহণ করবেন না। এটি ছিল তার একধরণের প্রতিবাদ আর এই প্রতিবাদটি তিনি করিয়েছিলেন সাচিনকে দিয়ে। নাটকীয় ব্যাপার হল মাত্র দুই সপ্তাহ আগে ৫০ বছর আগের সেই প্রতিবাদে সাড়া দিয়ে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাদের আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করে। তার মৃত্যুতেই অ্যাকাডেমি শোক প্রকাশ করে টুইট করেছে।
সাচিন ক্যালিফোর্নিয়ার স্যালিনাসে জন্মগ্রহণ করেন। তার পিতৃদত্ত নাম মারি লুইস ক্রুজ, বাবা ছিলেন অ্যাপাচি-ইয়াকি আর মা ইউরোপীয় বংশোদ্ভূত। কলেজ পেরিয়ে তিনি স্ক্রিন অ্যাক্টর্স গিল্ডে যোগ দেন সেখানেই ব্রান্ডো এবং ফ্রান্সিস ফোর্ড কপোলার সঙ্গে তার পরিচয় হয়। বিশেষ করে উন্ডেড নি’তে আমেরিকান নেটিভদের ওপর আক্রমণকে যেভাবে চলচ্চিত্রে উপস্থাপন করা হয় সে ব্যাপারে ব্রান্ডোর আপত্তির সূচনা হয়; উন্ডেড নিতে মাত্র ২০০ জন আমেরিকান আদি অধিবাসীকে দমন করতে কয়েক হাজার ইউএস মার্শালকে পাঠানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন