বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

গ্রিস উপকুলে নৌযান ডুবে ১৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ১২:১৪ এএম

গ্রিসের লেসবস দ্বীপের উপক‚লে এজিয়ান সাগরে একটি নৌযান ডুবে অন্তত ১৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে ডুবে যাওয়া জলযানটিতে প্রায় ৪০ জন আরোহী ছিল বলে গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে। এটি বুধবারের পর অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দ্বিতীয় জলযানডুবির ঘটনা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কোস্টগার্ড জানিয়েছে, সাগর থেকে ১৫টি মৃতদেহ ও ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আরও ২০ জন নিখোঁজ রয়েছে। নৌযানটি লেসবসের পূর্ব দিকের সাগরে ডুবেছে। গ্রিসের এ দ্বীপটির অবস্থান তুরস্কের উপক‚লের খুব কাছে। সাগরের ওই এলাকায় প্রবল বেগে বাতাস বইতে থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। গ্রিসের কোস্টগার্ডের একটি জাহাজ ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টার তল্লাশি ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। ডুবে যাওয়া যানটির কোনো কোনো আরোহী সাঁতরে তীরে পৌঁছে থাকতে পারেন এমন সম্ভাবনায় লেসবস দ্বীপের উপক‚ল ধরেও তল্লাশি চালানো হচ্ছে। দ্বীপের দূরবর্তী একটি এলাকায় আটকা পড়া এমন ৩ জনকে উদ্ধার করা হয়েছে। বুধবার গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিথিরার কাছে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী আরেকটি জলযান প্রবল ঢেউয়ের তোড়ে পাথুরে এলাকায় ধাক্কা খেয়ে ডুবে যায়। গ্রিসের কর্তৃপক্ষ সেখান থেকে ৩০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন