চলতি বছরই বেশি বয়স্ক কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে (জিডব্লিউআর) নাম উঠেছিল পেবলসের। সেই পেবলসই গত ৩ অক্টোবর মারা গেছে। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় কুকুরটি নিজের মনিবের ঘরেই মারা যায়। স্বাভাবিকভাবেই পেবলসের মৃত্যু হয়েছে। আর পাঁচ মাস পরেই কুকুরটির ২৩ বছর বয়স হতো। ২০০০ সালের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডে জন্মগ্রহণ করে পেবলস। ববি এবং জুলি গ্রেগরি দম্পতির কাছে ছিল কুকুরটি। জিডব্লিউআর-এর পক্ষ থেকে জানানো হয়, পেবলস বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর হওয়ার তথ্যটি যখন ভাইরাল হওয়ার পর এটি বিশ্বকে হতবাক করে দেয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন