রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন ছিল গতকাল শুক্রবার। জন্মদিনে একটি ট্রাক্টর উপহার পেয়েছেন রুশ নেতা। এটি তাকে দিয়েছেন তার অন্যতম মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
গতকাল শুক্রবার সেন্ট পিটার্সবুগের জার আমলের কন্সটান্টিন প্যালেসে ট্রাক্টরের একটি সনদ পুতিনের হাতে তুলে দেন লুকাশেঙ্কো। প্রতিবেদন অনুযায়ী, সোভিয়েত শাসনামল থেকেই বেলারুশের শিল্পখাতের গর্ব হচ্ছে ট্রাক্টর। আর তাই পুতিনের সঙ্গে নিজের বন্ধুত্বের স্মারক হিসেবে এই ট্রাক্টর দেওয়া হয়েছে তাকে।
যদিও বৈঠকে দেওয়া পুতিনের ভাষণ টেলিভিশনে প্রচারিত হয়েছে, আর সেই ভাষণে এই উপহারের কথা উল্লেখ ছিল না।
লুকাশেঙ্কোর কার্যালয় পুতিনকে এই উপহার দেওয়ার বিষয়টি জানিয়েছে। তবে ট্রাক্টর পাওয়ার পর রুশ নেতার প্রতিক্রিয়া কী ছিল তা জানা যায়নি। সূত্র : এপি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন