গতকাল (শুক্রবার) ইসরাইলি বাহিনী জর্ডান নদীর পশ্চিম তীরের রামাল্লা ও গালগিলিয়ায় দুই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে।
ফিলিস্তিনি তথ্য-মাধ্যমের খবর অনুযায়ী, এদিন ইসরাইলি বাহিনী কিছু সংখ্যক ইহুদীদের রামাল্লার একটি গ্রামে পাহারা দেয়ার সময় স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ ঘটে। তাতে ১৭ বছর বয়সী ফিলিস্তিনি এক কিশোরের মাথায় গুলি লাগে। হাসপাতালে পাঠানোর পর সে মারা গেছে।
এছাড়া, প্রায় ৫০ জন ফিলিস্তিনি সংঘর্ষে আহত হয়েছে।
একই দিন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী, ১৪ বছর বয়সী এক ছেলে গালগিলিয়ায় ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সূত্র: আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন