শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পুড়িয়ে মারার চেষ্টা যুবতীকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

আরও একবার দুমকায় পেট্রোল ঢেলে মেয়েটিকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্রেম করেই এই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্ত রাজেশ রাউত ওই তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন। মেয়েটি বারণ করল। পরে শিশুটিকে জীবন্ত পুড়িয়ে ফেলারও হুমকি দেন তিনি। ঘটনার মেয়েটিকে রাঁচির একটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম রাজেশ রাউত। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত রাজেশ মেয়েটির বাড়িতে ঢুকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ১৯ বছরের মারুতি কুমারী মারাত্মকভাবে দগ্ধ হন। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে রাঁচির রিমস হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। চিকিৎসকদের মতে, ৯০% পুড়ে যাওয়ার কারণে মারুতির অবস্থা খুবই আশঙ্কাজনক। পুলিশ আধিকারিকদের দেওয়া এক বিবৃতিতে মারুতি বলেন, বৃহস্পতিবার রাতে রাজেশ ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দেহে আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনি উঠে পড়েন এবং রাজেশকে বাড়ি থেকে বের হতে দেখেন। মারুতি জামা থানা এলাকার ভৈরভপুর গ্রামের বাসিন্দা এবং ছোট থেকেই তার মায়ের সঙ্গে থাকে। অভিযুক্ত রাজেশ রামগড় থানার মহেশপুর গ্রামের বাসিন্দা। মেয়েটি তার বিবৃতিতে জানায়, এ বছর বিয়ে করেছে সে। তারপও অভিযুকক্ত তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। এরপরও সে আমাকে বিয়ে করতে চায়। তিন-চার দিন আগে মারুতি বিয়ে করতে অস্বীকার করলে তাকে হত্যার হুমকিও দেয়। পুলিশ জানিয়েছে, ২০২১ সাল থেকে ওই তরুণী অভিযুক্ত রাজেশকে চেনেন। প্রসঙ্গত, দেড় মাসে দুমকায় এ ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটল। ২৪ঘণ্টা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন