বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

১১৫৮ কেজির দৈত্যকার কুমড়া!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

একটি মিষ্টি কুমড়ার ওজন কত হতে পারে? কম করে হলেও ১০ থেকে ১৫ কেজি। কিন্তু কখনও শুনেছেন একটি কুমড়ার ওজন পাঁচ, ১০ বা ১৫ নয়, ১ হাজার ১৫৮ কেজি? অবিশ্বাস্য হলেও দৈত্যাকার এই সবজি ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক কৃষক। শুধু তাক লাগানোই নয়, ওজনে এবং বহরেও রেকর্ড সৃষ্টি করেছে এই কুমড়া।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কৃষক স্কট অ্যান্ড্রেস তার ক্ষেতে এই বিশাল কুমড়া ফলিয়েছেন। নিউ ইয়র্কে ‘দ্য গ্রেট পামকিন ফার্ম’ নামে প্রতিযোগিতায় সেরার পুরস্কার পেয়েছে এই কুমড়া। বিশ্বরেকর্ডের কাছে পৌঁছেও একটুর জন্য তা অধরা থেকে গেল স্কটের এই কুমড়া। স্কটের এই কুমড়োর ওজন ১ হাজার ১৫৮ কেজি। সেখানে ইটালির এক কৃষক ১ হাজার ২২৫ কেজি ওজনের একটি কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড করেছেন।

স্কট জানিয়েছেন, বিশ্বরেকর্ড সৃষ্টির জন্য দিনরাত এক করে কুমড়ার দেখাশোনা করেছেন। তবে বিশ্বরেকর্ড থেকে মাত্র কয়েক কেজি দূরে থেকে সন্তুষ্ট থাকতে হল স্কটকে। তবে এতে আফসোস নেই স্কটের। বিশ্ব রেকর্ড না করতে পারলেও উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি ওজনের কুমড়ার রেকর্ড তারই দখলে। আর তাতেই সন্তুষ্ট তিনি। সূত্র : এনডিটিভি, গালফ নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন