শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবন ১৪৩১, ২০ মুহাররম ১৪৪৬ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মানুষখেকো বাঘটিকে গুলিতে মারা হলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ভারতের বিহার রাজ্যের চম্পারনে এক বাঘের হামলায় ৯ ব্যক্তি নিহত হয়েছেন। এরপর ওই বাঘটিকে গুলি করে হত্যা করেছে রাজ্য পুলিশ। ‘চাম্পারানের মানুষখেকো’ ওই বাঘটিকে হত্যা মিশনে ২০০ পুলিশসহ জেলা কর্মকর্তা অংশ নেন। আর এই কাজে কয়েকটি হাতিও ব্যবহার করা হয়। ভারত বিশ্বের ৭০ শতাংশের বেশি বাঘের আবাসস্থল। সংবাদ মাধ্যম জানায়, চাম্পারন জেলার বাল্মীকি ব্যাঘ্র অভয়ারণ্যে কয়েকদিন ধরে বাঘের উপদ্রব দেখা দেয়। বাঘটি অন্তত ৯ জন মানুষকে আক্রমণ করে হত্যা করে। এর পরপরই বাঘটিকে হত্যায় কার্যক্রম হাতে নেয় বিহার পুলিশ। টাইমস অব ইন্ডিয়াকে ওই অঞ্চলের প্রধান বন্যপ্রাণী রক্ষক কুমার গুপ্তা বলেন, বাঘটিকে মানুষের ‘জীবনের জন্য হুমকি’ হিসেবে চিহ্নিত করা হয়। বাল্মিকি টাইগার রিজার্ভের ডিরেক্টর নেসামনি কে বলেছেন, বাঘের আক্রমণে একজন মা ও তার সন্তান নিহত হওয়ার খবর পাওয়ার পর গত শনিবার থেকে বাঘটি খুঁজে বের করার চূড়ান্ত অভিযান শুরু হয়। পরে শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটে বাঘটিতে হত্যা করা হয়। ভারতীয় সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিবছর ভারতে ৪০ থেকে ৫০ জন মানুষ বাঘের আক্রমণে মারা যান। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন