শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নৌকাডুবিতে নাইজেরিয়ায় নিহত ৭৬

ভেনেজুয়েলায় ভারী বর্ষণজনিত বন্যায় মৃত্যু ২৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

নাইজেরিয়ায় বন্যার্তদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৭৬ জন নিহত হয়েছেন। বন্যার পানি থেকে বাঁচতে নৌকাযোগে অপেক্ষাকৃত নিরাপদ স্থানের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তারা। কিন্তু পথিমধ্যে এটি ডুবে গেলে প্রাণহানির ঘটনা ঘটে। গত শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ আনামব্রায় এই দুর্ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। খবরে বলা হয়েছে, নৌকাডুবিতে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এলাকা বন্যার পানির নিচে তলিয়ে যাওয়ায় অপেক্ষাকৃত নিরাপদ এলাকার দিকে যেতে বাধ্য হন তারা। সেজন্যই নৌকাযোগে অন্যত্র যাচ্ছিলেন তারা। কিন্তু নৌকাডুবিতে সব শেষ হয়ে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি। দেশজুড়ে নৌপরিবহন ব্যবস্থার নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন তিনি। অপরদিকে, ভেনেজুয়েলায় ভারী বর্ষণের ফলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এরইমধ্যে দেশটির মধ্যাঞ্চলীয় এলাকার অন্তত পাঁচটি ছোট নদী প্লাবিত হয়েছে। বন্যায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে আরও ৫২ জন। রবিবার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া ভাষণে দেশটির স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী রেমিজিও সেবেলোস হতাহতের এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। শনিবার রাতে ভারী বৃষ্টিপাতের সময় পাহাড় থেকে বড় বড় গাছপালা ভেঙে পড়ে। বিশেষ করে রাজধানী কারাকাস থেকে ৬৭ কিলোমিটার দূরে অবস্থিত লাস তেজেরিয়াস এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে বিপুল পরিমাণ কৃষি জমি প্লাবিত হয়েছে। স্থানীয়দের ব্যবসা বাণিজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, মাত্র আট ঘণ্টায় এক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সুপেয় পানির জন্য ব্যবহৃত পাম্পগুলো বন্যার পানিতে ভেসে গেছে। তেজেরিয়াস শহরে যা ঘটেছে সেটি একটি ট্র্যাজেডি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্লাবিত এলাকাটিকে দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করে তিন দিনের শোক ঘোষণা করেছেন। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন