পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বহুতল শপিং মলে আগুন লাগার পর দুইঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে নিশ্চিত করেছে ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ)। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় দেশটির ইংরেজি ভাষার দৈনিক ডন। ‘সেন্টোরাস মল’ নামের ওই বহুতল ভবনের ফুডকোর্টে রোববার আগুনের সূত্রপাত হয় বলে জানায় জিও নিউজ। ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আগুন লাগার সময় মলে থাকা মানুষদের পেছনের দরজা দিয়ে নিরাপদে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে। ডন নিউজ টিভিতে সম্প্রচারিতে ভিডিও ফুটেজে দেখা যায়, ভবন থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠছে। অন্য একটি ভিডিও ফুটেজে ভবনের স্কেলেটর দিয়ে লোকজনকে নিচে নামার চেষ্টা করতে দেখা যাচ্ছে। পুলিশ ভবনটি ঘিরে রেখেছে এবং উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত সেখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না। অপর দিকে, পাকিস্তানের গিলগিট-বালটিস্তানের দিয়ামের জেলার চিলাস শহরে বাড়ির ছাদ ধসে এক পরিবারের ৯ সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন। চিলাসের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর তাজ মুহাম্মদ জানিয়েছেন, শহরের বোনার দাস এলাকায় ফারাজ খান নামে এক ব্যক্তির বাড়ির ছাদ ধসে পড়ে। তার স্ত্রী, চার মেয়ে ও চার ছেলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। তিনি বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবকরা ছাদ ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং লোকজনকে উদ্ধারের চেষ্টা করেন। দুই ঘণ্টা উদ্ধার প্রচেষ্টার পর তারা একে একে মৃতদেহগুলো উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার সময় বাড়ির মালিক কর্মস্থলে ছিলেন। জিও নিউজ, ডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন