সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিহতের সংখ্যা একশ’ ছাড়াতে পারে : মাদুরো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় প্রবল বৃষ্টির কারণে ভূমিধস ও বন্যায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত কমপক্ষে ৫৬ জন নিখোঁজ রয়েছেন। তাদেরকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, নিহতের সংখ্যা একশ ছাড়াতে পারে। প্রাকৃতিক এ দুর্যোগে বিপর্যস্ত লাস তেজেরিয়াস শহরের পরিস্থিতিকে ‘ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করছে সরকার। ভেনেজুয়েলার বিভিন্ন স্থানেই গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে দেশটির ২৩টির মধ্যে ১১টি রাজ্যই ক্ষতিগ্রস্ত। তবে শনিবার রাতে রাজধানী কারাকাস থেকে ৮৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের শহর লাস তেজেরিয়াসের পরিস্থিতির ভয়াবহতা অন্য সব অঞ্চলকে ছাড়িয়ে গেছে। সানতোস মিশেলেনা পৌর এলাকার রাজধানী লাস তেজেরিয়াসকে ঘিরে রয়েছে পাহাড়। শহরের ভেতর দিয়ে বয়ে চলেছে এল প্লাতো নদী। প্রবল বর্ষণে একদিকে পাহাড়ে নেমেছে ধস, ধসে ভেঙে পড়া পাহাড়ের অংশ বিশেষ পড়েছে নদীতে, ময়লা-আবর্জনায় ভরা নদী উপচানো পানি ঢুকে পড়েছে শহরে। ময়লা পানির তোড়ে ভেসে গেছে শহরের অনেক বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা ছবিতে একটি কসাইখানাও ভেসে যেতে দেখা গেছে। এক বার্তায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজ পুরোদমে চলছে। তাতে অংশ নেয়ার জন্য ইতিমধ্যে ২০ হাজার কর্মীকে বন্যা দুর্গত এলাকায় মোতায়েন করা হয়েছে বলেও জানিয়ছেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বার্তায় মাদুরো জানান, এখন পর্যন্ত ৩৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৫৬ জন নিখোঁজ। আমরা আশঙ্কা করছি মৃত্যুর সংখ্যা প্রায় একশ হবে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন