ভারতের কেরালা রাজ্যে এক দম্পতি ‘মঙ্গল’ লাভের আশায় আচার-অনুষ্ঠান পালনে দুই নারীকে হত্যা করার অভিযোগ উঠেছে। এনডিটিভি জানিয়েছে, হত্যার পর ওই দুই নারীর দেহ বিকৃতভাবে তারা কাটাকুটি করেছে বলেও অভিযোগ উঠেছে। পুলিশের সন্দেহ, অভিযুক্তরা নরমাংসভোজী হয়ে থাকতে পারে। মামলার তদন্তে নেমে এ ধরনের সন্দেহ তৈরি হওয়ার মতো আলামত পুলিশের হাতে আসতেই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, রোসেলিন ও পদ্মাকে শক্ত করে বাঁধা হয়েছিল; তারপর নির্যাতন চালানো হয়। দুজনের হাত পেছনে বেঁধে রাখা হয়। তাদের দুজনেরই স্তন কেটে ফেলার ঘটনা ঘটেছে। হত্যার শিকার একজনকে ৫৬ টুকরো করা হয়েছে। পুলিশ বলছে, আর্থিক সঙ্কটের অবসান ঘটানোর জন্য মানুষের বলিদান করা হয়েছে বলে হত্যাকাণ্ডগুলোকে বোঝানো হয়েছে। তবে ওই দম্পতি এবং তাদের এজেন্ট মুহাম্মদ শাফি নিহতদের সঙ্গে যৌন বিকৃতি ঘটানোর মতো উপাদানও পাওয়া গেছে। অভিযুক্ত ভগবল সিং পেশায় ম্যাসেজ থেরাপিস্ট। তার স্ত্রী লায়লা জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে জানিয়েছেন, নারীদের হত্যার পর তাদের মাংস খেয়েছেন তারা। পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তারা নরমাংসভোজী বলে সন্দেহ করা হয়েছে। তবে এটি প্রমাণ করার মতো পর্যন্ত প্রমাণ আমাদের হাতে নেই। ফরেনসিক পরীক্ষা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন