শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

প্রতিরক্ষা জোরদার তাইওয়ানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

চীনের সঙ্গে যুদ্ধ বেধে যাওয়ার শঙ্কা থেকে নিজেদের প্রস্তুত ও প্রতিরক্ষা জোরদার করছে তাইওয়ান। এমন এক সময়ে তারা এ পথে হাঁটছে যখন শি জিনপিং তৃতীয় মেয়াদে চীনের নেতা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং চেষ্টা করছেন স্বশাসিত দ্বীপটিকে নিজেদের করতলে নেওয়ার, যা তার কোনো পূর্বসূরীই করতে পারেননি। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ইতিহাস বইয়ে নিজের নাম আরও উজ্জ্বল করতে, সম্ভব হলে শান্তিপূর্ণ উপায়ে না হলে বলপ্রয়োগের মাধ্যমে হলেও গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে গণপ্রজাতন্ত্রী চীনের অংশ করতে শি নিজের আকাক্সক্ষা কখনোই গোপন রাখেননি। চলতি বছরের অগাস্টে স্বশাসিত দ্বীপটির কাছে চীনের যুদ্ধমহড়া কয়েক দশকের মধ্যে ওই অঞ্চলে সর্বোচ্চ উত্তেজনা সৃষ্টি করেছিল, দুই পক্ষের মধ্যে সংঘাতের শঙ্কা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যা ১৯৪৯ সালের গৃহযুদ্ধে মাও জে দংয়ের কমিউনিস্ট বাহিনীর হাতে মার খেয়ে তৎকালীন চীন সরকারের তাইওয়ান পালিয়ে যাওয়ার পর আর কখনোই দেখা যায়নি। সোমবার জাতীয় দিবসে দেওয়া ভাষণে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, কোনোভাবেই যুদ্ধ কোনো বিকল্প নয়। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেসকে লক্ষ্য করেই সাই এমনটা বলেছেন বলে তার ভাবনাচিন্তার বিষয়ে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। স্বশাসিত দ্বীপটির প্রেসিডেন্ট সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজের ব্যাপক নির্মাণসহ সামরিক বাহিনীকে শক্তিশালী করার পদক্ষেপেও জোর দিয়েছেন। “আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা বিশ্ব সম্প্রদায়কে একটি বার্তা দিতে চাই, আর তা হলো- তাইওয়ান নিজেদের আত্মরক্ষার দায়িত্ব নেবে, আমরা কোনো কিছুই ভাগ্যের হাতে ছেড়ে দেবো না,” বলেছেন সাই ইং-ওয়েন। সাধারণত প্রতি ৫ বছর পরপর চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেস হয়। এবারের কংগ্রেস শি’কে নজিরবিহীনভাবে তৃতীয় মেয়াদের জন্য নেতা নির্বাচিত করবে বলেই ধারণা করা হচ্ছে। চীনের আগ্রাসনের হুমকি সঙ্গে নিয়ে ৭ দশকেরও বেশি সময় ধরে চলা তাইওয়ানের জনজীবনে বেইজিংয়ের হামলা নিয়ে কোনো উদ্বেগ-আতঙ্ক দেখা না গেলেও কর্মকর্তারা সতর্ক রয়েছেন, ব্যক্তিগত আলাপচারিতায় তারা সরকারি ভাষ্যের উল্টো বিশ্লেষণও হাজির করছেন। “এখন আমাদের বিভ্রম ঝেড়ে ফেলতে হবে এবং যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। সত্যিকার অর্থেই আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া প্রয়োজন,” সরকারের চীননীতির বিষয়ে অবগত তাইওয়ানের একটি সূত্র রয়টার্সকে এমনটাই বলেছে। গোয়েন্দা মূল্যায়ন নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপ করার দায়িত্বপ্রাপ্ত না হওয়ায় তিনি নাম-পরিচয় প্রকাশে রাজি হননি। জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মত ছোট, দ্রুত একস্থান থেকে আরেক স্থানে পরিবহনযোগ্য, লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম, ট্রাকের পেছন দিক থেকে ছোড়া যায় এবং ছোড়ার পরপরই লঞ্চারগুলো দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যায় এমন ক্ষেপণাস্ত্র দিয়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নকে অগ্রাধিকার দিচ্ছেন সাই। তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির ডেপুটি সেক্রেটারি জেনারেল লিন ফেই-ফেন বলেছেন, শি দেখাচ্ছেন তিনি চীনের প্রয়াত সংস্কারবাদী নেতা দেং জিয়াওপিংয়ের ‘শক্তি লুকিয়ে রাখো, সময় নাও’ নীতি পরিত্যাগ করেছেন। তাইপেতে দলীয় সদরদপ্তরে এ রাজনীতিক রয়টার্সকে বলেন, শি চীনের বৈশ্বিক প্রভাবকে কাজে লাগিয়ে হংকংকে দমিয়ে রাখাসহ পূর্বসূরীরার যা পারেননি সেই ধরনের লক্ষ্য হাসিলের চেষ্টা করছেন। “আমার মনে হয় আগামী ৫ বছর তাইওয়ান প্রণালীর এপাশ-ওপাশের সম্পর্কে উত্তেজনা আরও বেশি থাকবে, আরও বেশি অস্থিতিশীল হবে, তাইওয়ান উপকূলজুড়ে উত্তেজনা অন্য পর্যায়ে চলে যাবে,” বলেছেন লিন। সেমিকন্ডাক্টর উৎপাদক হিসেবে তাইওয়ানের যে ভূমিকা, তাতে যে কোনো যুদ্ধই বৈশ্বিক অর্থনীতির জন্য মারাত্মক হবে এবং এতে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসেই চীনের যে কোনো ‘নজিরবিহীন হামলার’ ঘটনায় তাইওয়ানকে রক্ষার অঙ্গীকার করেছেন। তাইওয়ানের ঊর্ধ্বতন এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, শি’র তৃতীয় মেয়াদ তাইওয়ান উপকূলজুড়ে ‘অপ্রত্যাশিত উত্তেজনা’ নিয়ে আসতে পারে। “আমরা উসকানি দেবো না। উসকানিকে অজুহাত হিসেবে ব্যবহারের সুযোগ দেবো না তাকে,” বলেছেন তিনি। এ বিষয়ে চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মন্তব্য চেয়েও সাড়া পায়নি রয়টার্স। তবে গত মাসে তারা হংকংকে দেওয়া স্বায়ত্তশাসন মডেলে ‘এক দেশ দুই ব্যবস্থা’ নীতিতে তাইওয়ানকে ‘শান্তিপূর্ণ উপায়ে’ চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিল। তাইওয়ান অবশ্য ‘হংকং মডেলে’ চীনের সঙ্গে একীভূত হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন