শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বসনিয়া ও হার্জেগোভিনাকে ইইউ’র সদস্যপ্রার্থী দেশের মর্যাদা দেয়ার সুপারিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ৭:৪৫ পিএম

ইউরোপীয় কমিশন গতকাল (বুধবার) "সম্প্রসারণ প্যাকেজ ২০২২" গ্রহণ করে। এতে বসনিয়া ও হার্জেগোভিনাকে ইইউ’র সদস্যপ্রার্থী দেশের মর্যাদা দেয়ার সুপারিশ করা হয়।

ইউরোপীয় কমিশন একই দিন এক বিবৃতিতে জানায়, বসনিয়া ও হার্জেগোভিনা গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে কিছু ব্যবস্থা গ্রহণ করেছে।

সেখানে আইনের শাসন আছে এবং দুর্নীতি ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই অব্যাহত আছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইইউ বসনিয়া ও হার্জেগোভিনার সংস্কার প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে এবং সমগ্র পশ্চিম বলকানকে ইইউ-তে একীভূত করার প্রক্রিয়া ত্বরান্বিত করবে। সূত্র: সিআরআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন