বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দলের বাইরে মুখ খোলায় তাপসে বিরক্ত মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

নিজ নির্বাচনী এলাকায় অবস্থিত ইকো পার্কে বুধবার আয়োজন করা হয়েছিল ভারতের রাজ্য সরকারের বিজয়া সম্মিলনী। আর সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজারহাট-নিউটাউনের বিধান সভার সদস্য তাপস চট্টোপাধ্যায়। সেই অনুষ্ঠানে কেন তিনি নিমন্ত্রণ পাননি- গণমাধ্যমের সামনে এমন প্রশ্ন তোলেন তাপস। অন্যদিকে তাপসের এমন আচরণে ক্ষুব্ধ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বাইরে তার এ ভাবে মুখ খোলাকে তৃণমূলের শৃঙ্খলার পরিপন্থী বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সূত্র। মুখ্যমন্ত্রীর ওই ঘনিষ্ঠ সূত্রের দাবি, সর্বসমক্ষে কিছু না বললেও যে ভাবে তাপস প্রকাশ্যে মুখ খুলেছেন, তা নিয়ে বিরক্ত তৃণমূলের নেত্রী। তাঁর ঘনিষ্ঠ এক নেতার কথায়, বুধবার ইকো পার্কের বিজয়া সম্মিলনীতে রাজ্যের অনেক মন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু তাঁরা তো এ ভাবে ক্ষোভ প্রকাশ করছেন না। যদি ক্ষোভ থাকে, সেটা দলের মধ্যে বলা যায়। এ ভাবে প্রকাশ্যে কথা বলাটা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। তবে ওই নেতার আশা, বিষয়টি দলের মধ্যে কথা বলেই মিটিয়ে নেওয়া হবে। উল্লেখ্য, বুধবার মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে তাপস প্রশ্ন তুলেছিলেন, নিউটাউনে কোনও অনুষ্ঠান হলে তিনি কেন বাদ হয়ে যান? তিনি বলেন, এটা গত বছরও হয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন