শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে ১৭ জনকে হত্যাকারীর যাবজ্জীবন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি স্কুলে বন্দুক হামলা চালিয়ে ১৭ জনকে হত্যার দায়ে অভিযুক্ত হামলাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার ফোর্ট লডারডেল আদালত এই সাজা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফ্লোরিডার পার্কল্যান্ডের মারজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করেছিলেন নিকোলাস ক্রুজ। এর মধ্যে ১৪ জনই ছিল শিক্ষার্থী। তখনই তাকে গ্রেফতার করা হয়। এতদিন বিচার চলছিল নিকোলাসের। তাকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি উঠেছিল ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে। তবে শুনানি শেষে ১২ সদস্যের জুরি বোর্ড নিকোলাসকে মৃত্যুদণ্ড নয়, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন। শুনানির সময় নিকোলাসের আইনজীবী মেরিসা ম্যানেইল জুরিদের সামনে তার (নিকোলাসের) মস্তিষ্ক সুস্থ–স্বাভাবিক নয় বলে দাবি করেন। এর সপক্ষে যুক্তি হিসেব নিকোলাসের মায়ের মদপানের বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন। আদালতে তার আইনজীবী বলেন, নিকোলাস পেটে থাকা অবস্থায় তার মা প্রচুর মদপান করতেন। সেটার নেতিবাচক প্রভাব পড়েছে নিকোলাসের মস্তিস্কে। তাই নিকোলাসকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হোক। শুনানি শেষে জুরিবোর্ড নিকোলাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দ্য গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন